Friday, September 26News That Matters

রূপগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে উপজেলার তারাব পৌরসভার একটি এলাকায় এ ঘটনা ঘটে।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তবে পরীক্ষা-নিরীক্ষার পরই ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

এছাড়া, এ ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *