Friday, September 26News That Matters

৬১’তে পা দিলেন আমির, প্রকাশ্যে আনলেন নতুন গার্লফ্রেন্ড

চলছে দোল পূর্ণিমার উৎসব। রঙের উৎসব আর বসন্তকে উদযাপনের এ দিনেই নিজের জন্মদিন উদযাপন করছেন আমির। ৬০তম জন্মদিন উদযাপন করতে সাংবাদিকদের সঙ্গে কেক কাটেন অভিনেতা। কেক কাটার পরেই বিশেষ চমক হিসেবে পরিচয় করিয়ে দেন নতুন প্রেমিকার সঙ্গে।

আমিরের নতুন প্রেমিকার নাম গৌরি। জন্মদিনের বিশেষ মুহূর্তে সাংবাদিকদের আমির বলেন, গৌরি ও আমার পরিচয় ২৫ বছর ধরে। তারা গত ১ বছর ধরে ডেট করছেন এমনটাও জানান এই অভিনেতা। তিনি বলেন, আমরা একে অন্যের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ এবং সিরিয়াস।

ব্যাঙ্গালুরুর বসিন্দা গৌরি এর আগেও বিয়ে করেছিলেন। তার একটি ছেলে আছে।

জীবনসঙ্গী হিসেবে গৌরিকে বেছে নেয়ার আগে চলচ্চিত্র প্রযোজক রীনা দত্তকে প্রথমবার বিয়ে করেন আমির খান। তাদের সংসারে জুনাইদ ও ইরা নামে দুই সন্তান রয়েছে। এ সম্পর্কে বিচ্ছেদ হলে ২০০৫ সালে পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন। আজাদ নামে তাদের এক সন্তান রয়েছে। ২০২১ সালে এ বিয়েও ভেঙে যায়। এরপর গৌরিকে আপন করে নেন আমির। তবে প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এ অভিনেতার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *