Tuesday, November 11News That Matters

চুয়েটে মাদক সেবনের অভিযোগে ১৩ শিক্ষার্থী আটক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আবাসিক হলে মাদক সেবনের অভিযোগে ১৩ শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার (৭ মার্চ) দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে, বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলের ১০ জন এবং শহীদ মোহাম্মদ শাহ হলের ৩ জন শিক্ষার্থী রয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে চুয়েটের ছাত্রকল্যাণ উপপরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, গতকাল শুক্রবার ছাত্রকল্যাণ অধিদফতরের পরিদর্শক দল দুই হলে অভিযান চালায়। অভিযানের সময় কিছু শিক্ষার্থীকে মাদক সেবন করতে দেখা যায়। পরে তাদের আটক করা হয়।

তিনি আরও বলেন, আগামীকাল রোববার (৯ মার্চ) দুপুরে স্টুডেন্ট ডিসিপ্লিন কমিটির জরুরি সভায় তদন্ত সাপেক্ষে আটক শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ সময় মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি শহীদ মোহাম্মদ শাহ হলে মাদক রাখা ও সেবনের দায়ে চার শিক্ষার্থীকে দুই বছরের জন্য একাডেমিক কার্যক্রম এবং আবাসিক হল থেকে আজীবন বহিষ্কার করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *