Tuesday, November 11News That Matters

কার বাহুডোরের সঙ্গে ছবি দিয়ে সরিয়ে নিলেন পরীমণি?

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন রয়েছে ঢাকাই নায়িকা পরিমণি আবারও কারও প্রেমে মজেছেন। তবে নায়িকা এ ব্যাপারে সরাসরি কোনো মন্তব্য না করলেও ভক্তদের তো আর জানার আগ্রহের কমতি নেই।

এবার সেই উৎসুক ভক্তদের আগ্রহের পালে যেন আরেকটু হাওয়া লাগলো। কারণ বুধবার (৫ মার্চ) দিবাগত রাত ১০টায় চিত্রনায়িকা পরীমণির ফেসবুকে ভেসে আসে একটি ছবি। কোনো এক পুরষের বুকে পরম নির্ভরতায় মাথা গুঁজে আছেন এই লাস্যময়ী নায়িকা। চোখে মুখে তার তৃপ্তির ছাঁয়া।

এমনিতেই ব্যক্তিগত নানা কারণে সংবাদের শিরোনামে থাকেন নায়িকা। তবে ভক্তদের আর বুঝতে বাকি নেই পরীর জীবনে আবারও ঘটতে যাচ্ছে নতুন কারও আগমন।

পরীর পোস্ট করা ছবিতে সেই যুবকের মুখ দেখা না গেলেও অনেকেই দাবি করছেন, এটি তরুণ সঙ্গীত শিল্পী শেখ সাদী। এর কারণ হিসেবে এই গায়কের ব্যবহৃত হাতঘড়ির সঙ্গে পরীমনির পাশে থাকা পুরুষের হাতঘড়ির মিল খুঁজে পাচ্ছেন। যদিও ভোরের আলো ফোঁটার সঙ্গে সঙ্গেই সেই ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরিয়ে নিয়েছেন পরী।

এছাড়াও সম্প্রতি সময়ে শেখ সাদীর সঙ্গেই পরীমনির প্রেমের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে শোবিজাঙ্গনে। যে কারণে ভক্তরাও দুইয়ে দুইয়ে চার মেলাতে ব্যস্ত হয়ে পড়েছেন।

1 Comment

  • পরিমনির ছবি দেওয়া বন্ধ করুন, কারণ এতে আমাদের রোজা হালকা হয়ে যায়,, আমরা বারবার অনেক কিছু না করতে চেয়েও করে ফেলা হয়,,, এটা যদি বন্ধ না করেন আপনার নামে মামলা করতে বাধ্য হব

Leave a Reply to MD Enayet Hossain Cancel reply

Your email address will not be published. Required fields are marked *